বোয়ালখালী প্রতিনিধি: চট্টগ্রাম সিটি মেয়র বীরমুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরী বলেছেন কালুরঘাট সেতু অবশ্যই হবে।
কালুরঘাট সেতু ছাড়া চট্টগ্রাম-কক্সবাজার রেল চলবে কেমনে এই পুরাতন সেতু দিয়ে চলতে পারবে না,একটু সময় দিতে হবে, হয়ত বোয়ালখালীবাসীর একটু কষ্ট হচ্ছে, কিন্তু এ কষ্ট থাকবে না, কালুরঘাট সেতু হয়ে গেলে মানুষ আর শহরে থাকবে না,বোয়ালখালী যোগাযোগ উন্নত হবে।
শুক্রবার (৩মার্চ) বিকেলে বোয়ালখালীর কৃতিসন্তান চট্টগ্রাম আয়কর সমিতির সভাপতি নির্বাচিত হওয়ায় আলহাজ্ব নুর হোসেনকে নাগরিক সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
উপজেলার চরখিজিরপুর রফিকুল উলুম দাখিল মাদ্রাসার মাঠে নাগরিক কমিটির সভাপতি রফিক আহমদ সওদাগরের সভাপতিত্বে ও আতিকুর রহমান আতিকের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন চৌধুরী হাসান মাহমুদ হাসনী, বিশেষ অতিথি ছিলেন বোরহান উদ্দীন মোঃ এমরান ,পৌরমেয়র জহুরুল ইসলাম জহুর,সংবর্ধিত অতিথি আলহাজ্ব মোঃ নুর হোসেন।
এডভোকেট আবু তৈয়ব কিরণ,মতিনুল হক টিপু ,আবু নঈম মোঃ ইব্রাহিম চৌধুরী , হাজী আলমগীর , সিরাজুল হক কাঞ্চন ,আবদুস ছালাম,গুন্না মিয়া ,মাওলানা নুরুল আবসার ফারুকী,শাহাদাত আলী সাদুল ,গোলাম মোস্তফা ,আবু জাফর চৌধুরী ,আবু বক্কর চৌধুরী পারভেজ, আয়বুর রহমান অপু,আরিফুর রহমান জিকু ,শফিউল মোস্তফা ,মোঃ রহিম,আবু তৈয়ব টিপু ,আবু বক্কর জীবন,মোঃ মিয়া, মাওলানা জয়নাল আবেদীন জুবায়ের ,মাওলানা হাফেজ মামুন আলকাদেরি,আবু সাদেক ,প্রবাসী হাজী নবী হোসেন ,মনির হোসেন,নুরুল কবির,মোঃ সৈয়দ,নুরুল আবসার, মোঃ আলমগীর ,সেকান্দর জাবেদ ,সুজায়েত আলী সুজন ,মোঃ আলী ,মোঃ আলমগীর ,মোঃ ইয়াকুব ,মোঃ মোস্তফা , আব্বাস উদ্দীন, লোকমান ,শাকিল ,আকতার হোসেন,ওমর ফারুক ,সাজ্জাদ হোসেন ,ইসকান্দর ,মঈন উদ্দীন ,আবু জোবায়ের,রহমত আলী,আমির হোসেন,আলী আজম,বকতিয়ার হোসেন,খোরশেদ আলম, শাহরিয়ার জয় প্রমূখ