মহেশখালী প্রতিনিধি: কক্সবাজারের মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের মোহাম্মদ শাহ ঘোনা গ্রামের ঐতিহ্যবাহী খউস্বর গুষ্টি ও বুড়িবর সুযোগ্য সন্তান মরহুম উলামিয়ার পুত্র ও মৃত মোক্তার আহমদ সওদাগরের বড় ভাই আদর্শ ফিশিং এর অন্যতম কর্ণধার হাজী ছালাহ আহমদ কোম্পানীর জানাযার নামাজ ৫ ফেব্রুয়ারি (রবিবার) বিকালে বাদ আসর কালারমারছড়া সরকারী প্রাথমিক বিদ্যায়লয়ের মাঠে অনুষ্টিত হয়।
স্মরণকালের বৃহত্তর জানাযার নামাজে হাজার হাজার শোকাহত মানুষ শরীক হয়। জানাযার নামাজ শেষে তাকে স্থানীয় মনগাজী মসজিদ কবর স্থানে চিরনিদ্রায় শায়িত করা হয়।
এই পুরোদরের মৃত্যুতে এলাকায় শোকের ছাঁয়া নেমে আসে। তাকে একনজরে দেখার জন্য তার বাড়ীর আঙ্গিনায় শোকাহত মানুষের ঢল নামে।
এদিকে তার মৃত্যুতে কক্সবাজার উপকূলীয় সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক হোবাইব সজীবের প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠনের নেতৃবৃন্দরা গভীর শোক প্রকাশ করেছেন।
এছাড়াও জানাযার নামাজে, শিক্ষক, রাজনৈতিকদলের নেতৃবৃন্দ, ব্যবসায়ী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার কয়েক’শ শোকাহত মুসল্লি উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ছালেহ আহমদ কোম্পানী অর্থাৎ পারুলি ও শিমুলের বাপ রবিবার রাত ২টা ২০মিনিটের সময় চকরিয়া সদর হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন।