আমিরাত প্রতিনিধি: আনজুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভান্ডারি (শাহ এমদাদিয়া) ইউএই কার্যকরী সংসদের উদ্যোগে শুক্রবার(১৭ মার্চ) বাদে মাগরিব আবুধাবির শিল্পনগরী মোছাফ্ফার রজনীগন্ধা খান সিআইপি হলে আয়োজিত বার্ষিক মিলাদুন্নবী (দ:) ও তরিকত মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইজভাণ্ডার দরবার শরীফের সাজ্জাদানশীন হযরত মাওলানা শাহ সুফী সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারী (ম.) এর একমাত্র উত্তরাধিকারী সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারী (ম.)।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমিরাতের আল সুমাইয়া গ্রুপের কর্ণধার, প্রবাসী কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা, আমিরাত হতে সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণে বার বার নির্বাচিত সিআইপি, মানবতার সেবক ফখরুল ইসলাম খান।
অনুষ্ঠানে প্রধান অতিথি তাসাউফ ও সূফীবাদের বিভিন্ন বিষয় আলোকপাত করে সুফীবাদের প্রচার ও প্রসারে কাজ করে যাচ্ছেন বলে উল্লেখ করেন । তিনি দক্ষ জন শক্তি গড়ে তুলতে সকলকে প্রশিক্ষিত হতে বলেন। তিনি এ সম্পর্কে তাঁদের গৃহীত নানা কর্মকান্ড উল্লেখ করেন। তিনি জেনারেল শিক্ষায় শিক্ষিত না হয়ে কর্মমুখী তথা কারিগরি শিক্ষায় শিক্ষিত হতে তার ভক্ত অনুসারীসহ সকলের প্রতি আহবান জানান।
প্রধান অতিথি তাসাউফ, সুফীবাদসহ বর্তমান প্রেক্ষাপট নিয়ে গবেষণাভিত্তিক লেখা বেশ কিছু বই বিশেষ অতিথিকে উপহার দেন।। অনুষ্ঠানে প্রধান অতিথিকে ফুল দিয়ে বরন করে নেন আমিরাতের সমন্বয় কমিটির নেতৃবৃন্দ। পরে দোয়া মোনাজাতে দেশ জাতি প্রবাসী তথা বিশ্ব মুসলিম উম্মাহর জন্য দোয়া করা হয়।