কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ ২০২২ উদযাপন

ছবি: সংগৃহীত
CPLUSTV
CTG NEWS
CPLUSTV
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক: একটাই লক্ষ্য, হতে হবে দক্ষ, এই শ্লোগানকে সামনে রেখে  চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট, চট্টগ্রাম অঞ্চল, কর্তৃক আয়োজনে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ-২০২২ উদযাপন উপলক্ষ্যে  র‌্যালী, সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

১৬ই জুন বৃহস্পতিবার সকালে, চট্টগ্রাম নগরীর হালিশহর চট্টগ্রাম মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট এ, কারিগরি শিক্ষা অধিদপ্তরের ব্যবস্থাপনায় চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট, এই অনুষ্ঠান সমূহের আয়োজন করে।

চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মোঃ লুতফুর রহমানের সভাপতিত্বে র‌্যালী ও সেমিনার  উদ্বোধন করেন শিক্ষা উপমন্ত্রী জনাব ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী এমপি এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন মেরিন একাডেমির চিফ অব নটিক্যাল স্টাডিজ ক্যাপ্টেন সাব্বির মাহমুদ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  শিক্ষা মন্ত্রণালয় এর সচিব, মোঃ কামাল হোসেন,  এবং কারিগরি শিক্ষা অধিদপ্তর এর অতিরিক্ত সচিব ও মহাপরিচালক জনাব ড.মোঃ ওমর ফারুক,কারিগরি শিক্ষা অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক শেখ জাহেদুল ইসলাম।

সামশুদ্দিন শিশির এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট এর অধ্যক্ষ মোঃ মোবারক হোসেন, ২৬নং ওর্য়াড কমিশনার মোঃ ইলিয়াস ,হালিশহর থানার ওসি মোঃ জহির, মুক্তিযোদ্ধা দেওয়ান মাকসুদ সহ সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধি, জনপ্রতিনিধি, শিক্ষানুরাগী ও সাংবাদিকবৃন্দ সেমিনারে উপস্থিত ছিলেন।

পরে চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট ও চট্টগ্রাম মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।