কারামুক্ত হলেন যুবদলের সহ-সভাপতি নয়ন

ছবি: সংগৃহীত
CPLUSTV
CTG NEWS
CPLUSTV
শেয়ার করুন

সিপ্লাস ডেস্ক: রাজধানীর পল্টন থানায় দায়ের হওয়া নাশকতার মামলায় দুই মাস কারাভোগের পর জামিনে মুক্তি পেয়েছেন যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নুরুল ইসলাম নয়ন।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় তিনি কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান। এসময় যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা জেলগেটে তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

কারাগার থেকে বের হওয়ার পর নেতাকর্মীরা নয়নকে নিয়ে যান নয়াপল্টনে কেন্দ্রীয় কর্যালয়ে। এ সময় তিনি কেন্দ্রীয় কার্যালয়ে বিভিন্ন স্তরের নেতাকর্মীদের সঙ্গে দেখা করেন ও তাদের উদ্দেশে বক্তব্য দেন।

রোববার হাইকোর্ট থেকে জামিন পান নুরুল ইসলাম নয়ন। বিএনপির রাজশাহী বিভাগীয় গণসমাবেশ থেকে ঢাকায় ফেরার পথে যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর সঙ্গে তাকে আটক করা হয়। ওইদিন রাত পৌনে ১১টার দিকে রাজধানীর আমিনবাজার থেকে তাদের আটক করে গোয়েন্দা পুলিশ। পরে পল্টন থানার মামলায় নয়নকে গ্রেফতার দেখানো হয়।

এদিকে, যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু হাইকোর্ট থেকে জামিন পেলেও প্রয়োজনীয় কাগজপত্র কারাগারে না পৌঁছানোয় তিনি আজ মুক্তি পাননি।