খলিল চৌধুরী, সৌদি আরব প্রতিনিধি: মুসলিম বিশ্বের প্রথম পুরোনো স্থাপনা হিসেবে খ্যাত ও ইসলাম ধর্মের সর্বোচ্চ ধর্মীয় স্থান মসজিদুল হেরাম ঘিরে বায়তুল্লাহ কা’বা ঘর।
করোনা মহামারির কারণে দীর্ঘ আড়াই বছর ধরে কাবা ঘরের চারপাশে ছিল বাউন্ডারি। এ বাউন্ডারি থাকার কারণে হাযরে আসওয়াদ চুমু ও কাবা শরিফে হাত লাগানোর বন্ধ ছিল।
গত ২ আগষ্ট সোমবার ও মঙ্গলবার দিবাগত রাতে পবিত্র কাবা ঘরের চারপাশ থেকে বাউন্ডারি তুলে নেওয়ার আদেশ দিয়েছেন হারামাইন শরীফাইনের প্রেসিডেন্ট ইমাম ও খতিব শায়খ ড.আব্দুর রহমান আল সুদাইসি৷
এ নির্দেশের পর পর হাযরে আসওয়াতে চুমু দেওয়া সহ কাবা শরীফে হাত লাগানোর সুযোগ পুনরায় ফিরে পিরে পেলেন আল্লাহর ঘরের ইবাদতকারী মেহমানগণ।
উল্লেখ্য, বিশ্বজুড়ে মাহামারি করোনার পরর্বতী সৌদি আরবে হেরাম কর্তৃপক্ষ পবিত্র ওমরাহ চালু-সহ চলতি বছরে ইসলাম ধর্মের সবচেয়ে ধর্মীয় জামায়াতে পবিত্র হজ্ব সম্পন্ন হওয়ার পর পর হাযরে আসওয়াতে চুমু ও বায়তুল্লাহ কা’বা ঘরে ধর্মপ্রাণ মুসল্লী হাত লাগানো সুযোগসহ হেরাম শরীফ উন্মুক্ত করে দেন দেশটির সরকার।