কাপ্তাই ১০ আর ই ব্যাটালিয়নের উদ্যোগে সুবিধা বঞ্চিতদের মাঝে নগদ অর্থ সহায়তা ও শিক্ষা সামগ্রী বিতরণ

- কাপ্তাইয়ে জীবতলী ১০ আর ই ব্যাটালিয়ন অধিনায়ক লেঃকর্ণেল মুহাম্মদ সোহেল পিএসসি অসহায়দের মাঝে অর্থ সহায়তা ও শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী বিতরণ করছেন।
CPLUSTV
CTG NEWS
CPLUSTV
শেয়ার করুন

কাপ্তাই প্রতিনিধি: বাংলাদেশ সেনাবাহিনী কাপ্তাই ১০ আর,ই ব্যাটালিয়ন এর উদ্যোগে অসহায় সুবিধা বঞ্চিত মানুষের মাঝে নগদ অর্থ ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে ।

সোমবার (১৩ফেব্রুয়ারি) সকাল ১১টায় সেনাবাহিনীর হাজাছড়া ক্যাম্প এর অন্তর্গত হরিণ ছড়া এলাকায় অসহায় দরিদ্রদের মাঝে এই সহায়তা প্রদান করা হয়। এছাড়া  ভাইবোন ছাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

১০ আর,ই ব্যাটালিয়ন এর অধিনায়ক লেঃ কর্ণেল মুহাম্মদ সোহেল পিএসসি এসব সহায়তা তুলে দেন। এসময় তিনি ভবিষ্যতে সুবিধা বঞ্চিত মানুষের জন্য সহায়তা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।