কাপ্তাই সড়কে ভ্রাম্যমান আদালতের অভিযানে জরিমানা

কাপ্তাই প্রতিনিধি:  রাঙামাটির কাপ্তাইয়ে ভ্রাম্যমান আদালতের অভিযানে সড়ক পরিবহন আইনে  ৮টি মামলা দায়ের করা হয়েছে এবং সেইসাথে ৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

বুধবার (২৯ মার্চ) দুপুর ১ টা ৩০ হতে দুপুর আড়াই টা পর্যন্ত কাপ্তাই উপজেলার রেশম বাগান পুলিশ চেক পোস্টে এই ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুমন দে।

ইউএনও জানান, সড়কে হেলমেট বিহীন মোটরবাইক চালানো এবং গাড়ির সঠিক কাগজপত্র না থাকার অপরাধে ২০১৮ সালের সড়ক পরিবহন আইনে এইসব মামলা দায়ের করা হয়।

এছাড়া নিরাপদ সড়ক নিশ্চিতে আগামীতেও এই অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

এসময় কাপ্তাই থানার পুলিশ সদস্যরা ভ্রাম্যমান আদালতকে সহযোগীতা করেন।

ক্যালেন্ডার
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
Scroll to Top