কাপ্তাই প্রতিনিধি: পার্বত্য চট্টগ্রাম শান্তি চূক্তির ২৫ বছর পূর্তি উপলক্ষে কাপ্তাই সেনা জোনের আওতাধীন কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নের দূর্গম পানছড়ি এবং রাজস্থলী উপজেলার বাংগালহালিয়া এলাকায় সেনাবাহিনীর ৫৬ ই বেংগল কর্তৃক রবিবার গরীব দুস্থ ও অসহায় জনগণের মাঝে বিনা মূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরন কার্যক্রম পরিচালনা করা হয়েছে ।
কাপ্তাই জোন এর রেজিমেন্টাল মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন মোঃ শাফাত চৌধুরীর নেতৃত্বে একটি মেডিক্যাল টিম উক্ত মেডিক্যাল ক্যাম্পেইনটি পরিচালনা করেন।
এই সময় কাপ্তাই উপজেলার পানছড়ি এলাকায় ১ শত ২২ জন এবং রাজস্থলীর বাংগালহালিয়া এলাকার ১ শত ৫২ জনসহ সর্বমোট ২ শত ৭৪ জন গরিব অসহায়ের মধ্যে চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ বিতরন করা হয়।
চিকিৎসা সেবা কার্যক্রম চলাকালীন উপস্থিত ছিলেন বাংগালহালিয়া সাব-জোন কমান্ডার মেজর তানবীর আহমেদ জামান।
মেডিক্যাল ক্যাম্পেইন পরিচালনা প্রসংগে কাপ্তাই জোন এর জোন কমান্ডার লেঃ কর্নেল নুর উল্লা জুয়েল পিএসসি বলেন, প্রাকৃতিক দুর্যোগ ও শান্তিকালীন সময় কাপ্তাই জোন পাহাড়ের সাধারন মানুষের পাশে থেকে সব সময় মানবিক সেবা দিয়ে যাওয়ার জন্য প্রস্তুত রয়েছে।