কাপ্তাই নির্সগ রিভার ভ্যালির পড হাউস উদ্বোধন করলেন এটিএন বাংলার চেয়ারম্যান ডঃ মাহফুজুর রহমান

কাপ্তাই নির্সগ রিভার ভ্যালির পড হাউস উদ্বোধন করছেন এটিএন বাংলার চেয়ারম্যান ডঃ মাহফুজুর রহমান
CPLUSTV
CTG NEWS
CPLUSTV
শেয়ার করুন

ঝুলন দত্ত, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি: রাঙামাটির কাপ্তাই শিলছড়ি হাজির টেকে অবস্থিত বেসরকারি পর্যটন কেন্দ্র নিসর্গ রিভার ভ্যালির পড হাউস আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলেন এটিএন বাংলা ও এটিএন নিউজ এর চেয়ারম্যান ডঃ মাহফুজুর রহমান।

রবিবার (১৯ মার্চ) সকাল ১১ টায় এই উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এসময় তিনি এই পর্যটন কেন্দ্রের সৌন্দর্য অবলোকন করে মুগ্ধ হন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও নিসর্গ রিভার ভ্যালির পরিচালক নাছির উদ্দীন, পরিচালক মোঃ সরোয়ার, কাপ্তাই প্রেস ক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্ত ও চট্টগ্রাম ট্যুরিস্ট গ্যাং এডমিন সাকিব নাবিল।

প্রসঙ্গতঃ থাইল্যান্ড ও মালেশিয়ার পর্যটন কেন্দ্রের আদলে কাপ্তাইয়ের অপরূপ কর্ণফুলী নদীর কোল ঘেঁষে সম্প্রতি তৈরি করা হয়েছে ৯টি সুসজ্জিত নিসর্গ পড হাউজ।