কাপ্তাই তথ্য অফিসের আয়োজনে “স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের করণীয়” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

কাপ্তাই তথ্য অফিসের আয়োজনে "স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের করণীয়" শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত।
CPLUSTV
CTG NEWS
CPLUSTV
শেয়ার করুন

কাপ্তাই প্রতিনিধি: রাঙামাটির কাপ্তাই তথ্য অফিসের আয়োজনে “স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের করণীয়” শীর্ষক এক মতবিনিময় সভা বুধবার (১মার্চ) বেলা সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ কিন্নরীতে অনুষ্ঠিত হয়েছে।

মতবিনিময় সভায় কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমন দে এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মফিজুল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান মোঃ নাছির উদ্দীন, কাপ্তাই থানার ওসি ( তদন্ত)  নুরুল আলম, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা ফজলে রাব্বি ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মাহমুদ হাসান।

স্বাগত বক্তব্যের মাধ্যমে ধারণা পত্র উপস্থাপন করেন কাপ্তাই উপজেলা সহকারি তথ্য অফিসার মোঃ দেলোয়ার হোসাইন।

মতবিনিময় সভায় বক্তারা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বিভিন্ন করণীয় বিষয় সম্পর্কে বক্তব্য প্রদান করেন। এছাড়া স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নাগরিকদের অনলাইন ডাটা বেইস তৈরি, ডিজিটাল ব্যাংক অ্যাকাউন্ট খোলা, ফ্রিল্যান্সারের সংখ্যা বৃদ্ধি, কারিগরি প্রশিক্ষণ প্রাপ্ত জনবল বৃদ্ধি, শিক্ষা ক্ষেত্রে মেগা প্রকল্প গ্রহণ, ডিজিটাল সেবা বৃদ্ধি সহ বিভিন্ন বিষয়ের উপর গুরুত্ব দিয়ে বক্তব্যের মাধ্যমে তুলে ধরেন।