কাপ্তাই তথ্য অফিসের আয়োজনে রাজস্থলীতে ইপিআই বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা শান্তনু কুমার দাশ।
CPLUSTV
CTG NEWS
CPLUSTV
শেয়ার করুন

কাপ্তাই প্রতিনিধি: সর্বস্তরে টিকা কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে এসবিসি (SBC) এর আওতায় সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ নিয়ে ইপিআই বিষয়ক ওরিয়েন্টেশন কর্মশালা বুধবার (২২ফেব্রুয়ারী) সকালে রাঙামাটির রাজস্থলী উপজেলার গাইন্দ্যা ইউনিয়ন পরিষদের সভা কক্ষে অনুষ্ঠিত হয়।

কাপ্তাই তথ্য অফিস এই সভার আয়োজন করেন।

অনুষ্ঠানে সম্পদ ব্যক্তি হিসাবে উপস্থিত থেকে ” জন্মের পর একটি শিশুর ইপিআই টিকার পাওয়ার অধিকার” ও পাহাড়ি দুর্গম জনপদে ইপিআই টিকার কার্যক্রম সম্প্রসারণের চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয়” সম্পর্কে বক্তব্য রাখেন রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা শান্তনু কুমার দাশ।

এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে  রাজস্থলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ  রুইহলাঅং মারমা  ইপিআই টিকার গুরুত্ব ও রাজস্থলী উপজেলার দূর্গম পাড়ায় ইপিআই কার্যক্রম শক্তিশালী করণে সকলের সহযোগিতা বিষয়ে  আলোচনা করেন।

গাইন্দ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পুচিংমং মারমার সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন কাপ্তাই সহকারী তথ্য অফিসার  দেলোয়ার হোসেন।

সভায়  রাজস্থলী উপজেলার টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পের ব্যবস্থাপক জ প্রতিন দেওয়ানসহ স্থানীয়  সাংবাদিক,ইউপি সদস্য,স্বাস্থ্য কর্মী,এনজিও কর্মী,শিক্ষক,ধর্মীয় ব্যক্তিত্ব,মাঠ সংগঠক ও সমাজের প্রভাবশালী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।