কাপ্তাই প্রতিনিধি: কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহানকে বিদায় সংবর্ধনা দিলো উপজেলা ভূমি কমিশনার কার্যালয়ের কর্মকর্তা,কর্মচারী ও স্থানীয় হেডম্যান অ্যাসোসিয়েশনের এর সদস্যরা।
মঙ্গলবার (২৪ জানুয়ারী) সকালে উপজেলা ভূমি কমিশনার কার্যালয়ে এই বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।
এসময় উপজেলা এসিল্যান্ড অফিসের কানুনগো,কাপ্তাই উপজেলা হেডম্যান অ্যাসোসিয়েশনের সভাপতি এবং ১১৯ নং ভাইজ্যাতলী মৌজার হেডম্যান থোয়াই অং মারমা সহ বিভিন্ন মৌজার হেডম্যান সহ অফিসের কর্মচারীরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান সম্প্রতি খাগড়াছড়ি জেলার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদোন্নতি জনিত বদলী হয়েছেন।