কাপ্তাই প্রতিনিধি: রাঙামাটির কাপ্তাই উপজেলায় নির্বাহী অফিসার হিসাবে যোগদান করেছেন বিসিএস ( প্রশাসন) ৩৫ ব্যাচের কর্মকর্তা মো: মহিউদ্দিন।
বৃহস্পতিবার (৩ আগস্ট) বেলা ১২ টায় তিনি কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরের পূর্বতন নির্বাহী অফিসার রুমন দে এর কাছ থেকে দায়িত্ব বুঝে নেন।
এর আগে তিনি উপজেলা নির্বাহী অফিসার হিসাবে পদায়নের জন্য চট্টগ্রাম বিভাগীয় কমিশন এর দপ্তরে যোগদান করেন এবং গত ১৯ জুলাই রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ে যোগদান করেন।
এদিকে প্রথমদিন যোগদানের পর নবাগত নির্বাহী অফিসার মো: মহিউদ্দিনকে উপজেলা পরিষদ, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং সর্বস্থরের মানুষ স্বাগত জানান।
এসময় তিনি সকলের সহযোগিতা কামনা করেন।