
কাপ্তাই প্রতিনিধি: রাঙামাটির কাপ্তাই নতুনবাজার ও কার্গোর নিচে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে রাঙ্গামাটি জেলা পরিষদের পক্ষ হতে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬ টায় নতুনবাজার বণিক কল্যাণ সমিতি কার্যালয়ে এ অনুদান প্রদান করেন রাঙামাটি জেলা পরিষদ সদস্য অংসুইছাইন চৌধুরী ।
এই সময় ক্ষতিগ্রস্ত ইয়াছিন,নাছির ও রুবেল এ তিন পরিবারকে রাঙ্গামাটি জেলা পরিষদের পক্ষ হতে জনপ্রতি ১০ হাজার টাকা করে প্রদান করা হয়।
আর্থিক অনুদান প্রদান কালে এই সময় কাপ্তাই উপজেলা আ’লীগের সহ-সভাপতি ও ৪নং কাপ্তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ, সহ-সভাপতি কাজী মাকসুদুর রহমান বাবুল,সাংগঠনিক সম্পাদক সাগর চক্রবর্তী,কাপ্তাই ইউনিয়ন আ’লীগ সভাপতি কাজী সামশুল ইসলাম আজমীর,সম্পাদক আকতার আলম ও উপজেলা ছাত্রলীগ সাবেক সভাপতি এম নুর উদ্দিন সুমনসহ ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।