কাপ্তাই প্রতিনিধি: ” আমার জীবন আমার সম্পদ, বীমা করলে থাকবে নিরাপদ”,এই প্রতিপাদ্য নিয়ে কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (১ মার্চ) জাতীয় বীমা দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ কিন্নরীতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমন দে এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মফিজুল হক।
এ সময় কাপ্তাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাছির উদ্দিন, কাপ্তাই থানার ওসি (তদন্ত) নুরুল আলম সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এর আগে উপজেলা পরিষদ চত্তরে বীমা দিবস উপলক্ষে এক র্যালির আয়োজন করা হয়।