কাপ্তাইয়ে অগ্নিদগ্ধে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে প্রশাসনের সহযোগিতা

কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমন দে।
CPLUSTV
CTG NEWS
CPLUSTV
শেয়ার করুন

কাপ্তাই প্রতিনিধি: কাপ্তাই উপজেলার ১নং চন্দ্রঘোনা ইউনিয়নের কাটা এলাকায়  দিবাগত বুধবার (১৫ ফেব্রুয়ারি) রাত ১ টা ২০ মিনিটে অগ্নিকাণ্ডে নিজ ঘরে দগ্ধ হয়ে মৃত্যুবরণ করেন প্যারালাইসিস রোগী আবু তাহের(৭০)। সেসময় অগ্নিকাণ্ডে তারঁ ঘর সম্পূর্ণ পুড়ে যায়।

বুধবার সকালে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহযোগিতা প্রদান করেছেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমন দে।

তিনি ঐ এলাকায় পরিদর্শনে গিয়ে সরকারের দুর্যোগ অধিদপ্তর হতে নিহত আবু তাহের এর পরিবারের সদস্যদের মাঝে নগদ ২০ হাজার টাকা,৩০ কেজি চাল এবং ২টি কম্বল বিতরণ করেন।

এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রুহুল আমিন, ১ নং চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন মিলন, ইউপি সদস্য স্বপন বড়ুয়া ও সংরক্ষিত মহিলা সদস্য আথুই তনচংগ্যা উপস্থিত ছিলেন।