কাপ্তাইয়ের চিৎমরম বৌদ্ধবিহারের বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন করেন :পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর এমপি

পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর এমপি।
CPLUSTV
CTG NEWS
CPLUSTV
শেয়ার করুন

কাপ্তাই প্রতিনিধি: রাঙামাটির কাপ্তাই উপজেলার ৩ নং চিৎমরম ইউনিয়নে ১ কোটি ৩৫ লাখ টাকার উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

শনিবার তিনি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে ৬০ লক্ষ টাকা ব্যয়ে চিৎমরম বৌদ্ধ বিহারের ধারক দেওয়াল ও ৭৫ লক্ষ টাকা ব্যয়ে বিহারের দেশনালয় নির্মাণ কাজের ভিত্তি স্থাপন করেন।

এসময় মন্ত্রী  চিৎমরম বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ উঃ পামোক্ষা মহাথেরোর নিকট হতে পঞ্চশীল গ্রহন করেন।

ভিত্তিপ্রস্তর স্থাপনকালে এসময় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আলম চৌধুরী (অতিরিক্ত সচিব), উন্নয়ন বোর্ডের সদস্য (প্রশাসন) ইফতেখার আহমেদ,উন্নয়ন বোর্ডের সদস্য (বাস্তবায়ন) মো. হারুন অর রশিদ, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য অংসুই ছাইন চৌধুরী ও দীপ্তিময় তালুকদার, কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান  মো. মফিজুল হক, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমন দে, কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রওশন আরা রব, সাবেক জেলা পরিষদ সদস্য থোয়াইচিং মং মারমা, কাপ্তাই থানার ওসি মো. জসিম উদ্দিন, চন্দ্রঘোনা থানার ওসি মোঃ শফিউল আজম সহ ইউপি চেয়ারম্যানবৃন্দ, স্থানীয় আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী  উপস্থিত ছিলেন।