চন্দনাইশ প্রতিনিধি: চন্দনাইশ উপজেলার ঐতিহ্যবাহী কাঞ্চনাবাদ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে মাল্টিমিডিয়া ক্লাস রুমের উদ্বোধন, বার্ষিক ক্রীড়া ও সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা শুক্রবার (৩ মার্চ) দিনব্যাপী বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি আমিনুল ইসলাম কায়ছার এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী, সম্মানিত অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী, প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক ড. বিপ্লব গাঙ্গুলী। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা বেগম।
থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন, মাষ্টার মনছফ আলী জাহানারা বেগম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আলহাজ্ব জসিম উদ্দিন চৌধুরী মন্টু, চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আবু আহমেদ চৌধুরী জুনু, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রতন কুমার সাহা, জোয়ারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিন আহমেদ চৌধুরী রোকন প্রমুখ।
স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমীর কুমার দে। প্রাক্তন শিক্ষার্থী আবদুল মন্নান আজাদ ও শিক্ষক আজিজুল হক চৌধুরীর যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রাক্তন শিক্ষার্থী মো. আবু বক্কর, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের ডা. এম এ সাত্তার সহ বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষক, শিক্ষার্থী, অভিভাক, সাংবাদিক, জনপ্রতিনিধি নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শেষে বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা উপলক্ষে মনোরম সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।