নগরের বাকলিয়া বউ বাজার এলাকায় কর্ণফুলী নদীতে গোসলে নেমে আবদুল কাইয়ুম (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
শুক্রবার দুপুর ১টার দিকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরীদল।
আবদুল কাইয়ুম বাকলিয়া বউ বাজার এলাকার মো. জাহাঙ্গীরের ছেলে।
ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক জসিম উদ্দিন বলেন, ফুটবল খেলা শেষে একদল কিশোর নদীতে গোসলে নামে। তাদের মধ্যে আবদুল কাইয়ুম নামে কিশোর নিখোঁজ হয়। পরে ফায়ার সার্ভিসের ডুবুরীদল তার মরদেহ উদ্ধার করে।