কমিশনের আভাস, নির্বাচন ডিসেম্বরে: কাদের

ছবি: সংগৃহীত
CPLUSTV
CTG NEWS
CPLUSTV
শেয়ার করুন

সিপ্লাস ডেস্ক: ডিসেম্বর মাসেই জাতীয় সংসদ নির্বাচন হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ শুক্রবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের নেতাদের সঙ্গে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের শীর্ষ নেতাদের যৌথ সভায় এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘একটা নির্বাচন সামনে, আমাদের পাঁচ বছর পূর্ণ হতে চলছে, নির্বাচন কমিশনের আভাস অনুযায়ী আমাদের ডিসেম্বর মাসেই জাতীয় নির্বাচন হওয়ার কথা।’

আজকের পত্রিকা অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘জাতীয় নির্বাচন উপলক্ষে আমাদের দেশে রাজনীতিতে ইলেকশন এলেই দেখা যায় একটা শঙ্কা, নানা ধরনের গুজব ডালপালা বিস্তার করে। বিএনপির সঙ্গে পাল্টাপাল্টি কোনো কর্মসূচি আওয়ামী লীগের নেই। আমরা প্রতিযোগিতা চেয়েছি, প্রতিদ্বন্দ্বিতা নয়।’

কাদের আরও বলেন, ‘সরকার হটাতে বিএনপি ষড়যন্ত্রমূলক পথে হাঁটছে। তাহলে আমরা কেন কর্মসূচি বাদ দিয়ে মাঠ খালি রাখব? ষড়যন্ত্র ছাড়া বিএনপি রাজনীতি বোঝে না। তারা জানে, নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগকে হারানো অসম্ভব, তাই তারা ষড়যন্ত্র নামের চোরাগলিতে হাঁটছে। বিএনপি বিদেশি ডোনারদের টাকায় ষড়যন্ত্রের রাজনীতি করছে।’

যৌথ এই সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, কামরুল ইসলাম ও মোস্তফা জালাল মহিউদ্দিন; যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম প্রমুখ।