কদমরসুলে অগ্নিকাণ্ডে ১৪ ঘর পুড়ে ছাই,ক্ষতি ২০ লক্ষ টাকা

ছবি: সংগৃহীত
CPLUSTV
CTG NEWS
CPLUSTV
শেয়ার করুন

সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডের কদমরসুলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে আনুমানিক ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্তরা।

বৃহস্পতিবার (৩০ জুন) সকাল সাড়ে ১০টার সময় উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের কদমরসুল এলাকায় এঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিস টিম এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ৫টি দোকান, ১টি বসতঘর এবং ৮টি ভাড়া ঘর সম্পুর্ন পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয় ও ফায়ার সার্ভিস সুত্রে জানা যায়, ভাড়া বাসার রান্না ঘরের গ্যাসের চুলা থেকে আগুন লাগে। এতে মূহুর্তে আগুন ছড়িয়ে পড়ে। ক্ষতিগ্রস্ত আবদুল মোতালেব বলেন, আগুনে আমার ভাড়া ঘর পুড়ে ছাই হয়ে গেছে। সব মিলিয়ে আনুমানিক ২০ লক্ষ টাকার ক্ষতি হয়। কুমিরা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ ফিরোজ জানান, আগুন লাগার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। আগুনে বেশ কয়েকটি দোকান ও ঘর পুড়ে যায়।

রান্না ঘরের গ্যাসের চুলা থোকে আগুনের সুত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।