কক্সবাজারে রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের ফাক্রিকাটা এলাকা থেকে পুলিশ ইয়াবা সহ মোবাইল কোম্পানী রবি’র নাইক্ষ্যংছড়ির বিপনন কর্মী পরিচয়দানকারী, রামুর কচ্ছপিয়া ইউনিয়নের মৌলভীরকাটা মাষ্টার পাড়ার আবদুল মোনাফের ছেলে মো: এনামুল হককে গর্জনিয়া পুলিশ ইয়াবাসহ আটক করেছে।
পুলিশ জানায়, রবিবার (৮ সেপ্টেম্বর) ভোরে গোপন সংবাদের বৃত্তিতে রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল খায়ের নির্দেশে গর্জনিয়া পুলিশ ফাঁড়ির এ এস আই মনজুর এলাহীর নেতৃত্বে একদল পুলিশ তাকে ২৩ পিচ ইয়াবাসহ আটক করতে সক্ষম হয়। জানা গেছে, সে দীর্ঘদিন মোবাইল কোম্পানী রবি’র বিপনন কর্মী পরিচয় দিয়ে নাইক্ষ্যংছড়ি ও পার্শ্ববর্তী রামুর গর্জনিয়া কচ্ছপিয়াতে ইয়াবা ব্যবসা করত। তবে নাইক্ষ্যংছড়ি রবি’র এজেন্ট ফরমান উল্লাহ জানান, তাকে ১ বছর আগে রবি থেকে বহিস্কার করা করা হয়েছে।
এ এস আই মনজুর এলাহী জানান, আটক এনামুল হক বাবুলকে রবিবার বিকালে রামু থানায় সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে কারাগারে প্রেরণ করা হয়।