কক্সবাজার উন্নয়ন সংগ্রাম পরিষদ’র রামু কমিটি গঠিত

সভাপতি মোস্তাক, সাধারণ সম্পাদক বিপ্লব

মোস্তাক ও বিপ্লব।
CPLUSTV
CTG NEWS
CPLUSTV
শেয়ার করুন

প্রেস বিজ্ঞপ্তি: শুক্রবার বিকেলে কক্সবাজার উন্নয়ন সংগ্রাম পরিষদের লালদীঘির পাড়স্থ অস্থায়ী কার্যালয়ে এক অনাড়ম্বর সাধারণ সভায় পরিষদের রামু উপজেলা কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

পরিষদের জেলা সভাপতি সাইফুর রহিম শাহিন ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান সোহেল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, সংগঠনের উপদেষ্টা পরিষদ – যথাক্রমে: আবু জাফর সিদ্দিকী, সাদেক রহমান, ব্যারিস্টার আবুলা আলা সিদ্দিকী, রুহুল আমিন সিকদার,জহিরুল আলম কাজলসহ সর্ব সম্মতিক্রমে রামু উপজেলার পূর্ণাঙ্গ কমিটি নিম্মরুপঃ সভাপতি কাউয়ারখোপ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোস্তাক আহাম্মদ, সহসভাপতি নুরুল কবির হেলাল, আজিজুল হক, নুরুল হক সিকদার।

সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সন্তান জুনায়দ বিপ্লব। যুগ্ন সাধারণ সম্পাদক এরশাদ উল্লাহ, ইউনুচ মেম্বার, মুবিনুল হক। সাংগঠনিক সম্পাদক : নুরুল ইসলাম নাহিদ। আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আবদুল মাজেদ। তথ্য ও গভেষনা সম্পাদক সাকের মেম্বার,দপ্তর সম্পাদক কামাল।

এছাড়া আরো ২০ জনের বেশি নির্বাহী সদস্য করা হয়েছে।