কক্সবাজারে গণপরিবহন থেকে চাঁদা আদায়কালে তাহের আহমেদ সিকদার সহ গ্রেফতার ৫

কক্সবাজারে গণপরিবহন থেকে চাঁদা আদায়কালে তাহের আহমেদ সিকদার সহ গ্রেফতার ৫।
CPLUSTV
CTG NEWS
CPLUSTV
শেয়ার করুন

রামু প্রতিনিধি: এসময় তাদের কাছ থেকে চাঁদার রশিদ বই ও চাঁদাবাজির নগদ ১০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৭ফেব্রুয়ারী) রাত সোয়া ১০ টার দিকে শহরে প্রবেশদ্বার লিংক রোড স্টেশনে গণপরিবহন থেকে চাঁদা আদায়কালে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হল কক্সবাজার সদর ঝিলংজা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের দক্ষিণ মুহুরীপাড়া গ্রামের মৃত আফতাব উদ্দিন সিকদারের ছেলে এডভোকেট তাহের আহমেদ সিকদার, একই ইউনিয়নের বেসিক এলাকার আবু বক্করের ছেলে ওবায়দুল করিম, টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের ২নং ওয়ার্ড বিজিবি চেকপোষ্ট এলাকার মৃত ইসলামের ছেলে গিয়াস উদ্দিন, রামু’র সদর ফতেখাঁরকুল ইউনিয়নের ৫নং ওয়ার্ড হাইটুপি গ্রামের নিরঞ্জন বড়ুয়ার ছেলে সুজন বড়ুয়া ও চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার সাবলং ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মৃত গোলাম কাদের ছেলে বর্তমান উখিয়ার হলদিয়া পালং এ বসবাসকারী শাহজাহান।

কক্সবাজারের র‌্যাব-১৫ এর ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর সৈয়দ সাদিকুল হক এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, দেশের বিভিন্ন প্রান্ত থেকে কক্সবাজারে আগত যানবাহন থেকে জোরপূর্বক ১০০/২০০/৩০০ টাকা থেকে শুরু করে ১০০০ ও ১২০০পর্যন্ত চাঁদা আদায় করতেন। এছাড়াও তারা কক্সবাজারের বিভিন্ন পরিবহনের কাউন্টার ইনচার্জদের কাছ থেকেও মোটা অংকের চাঁদা দাবি ও চাঁদা না দিলে প্রাণনাশসহ বিভিন্ন ধরণের হুমকি দিয়ে আসছেন। এমন অভিযোগে শ্যামলী পরিবহনের কক্সবাজারের মহাব্যবস্থাপক (জিএম) খোরশেদ আলম শামীম বাদী হয়ে আটককৃতদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে কক্সবাজার সদর মডেল থানায় মামলা দায়ের করেন।

উক্ত মামলায় চাঁদাবাজিকালে তাদের গ্রেফতার করা হয়।

র‌্যাব-১৫ এর ভারপ্রাপ্ত অধিনায়ক আরও জানান,চাঁদাবাজ চক্রের মূল হোতা গ্রেফতারকৃত তাহের আহমেদ সিকদার পেশায় একজন আইনজীবী। তিনি জাতীয় শ্রমিকলীগ কক্সবাজার জেলা শাখার সাবেক সভাপতি জহিরুল ইসলাম সিকদার হত্যা মামলার এজাহারভূক্ত আসামী। এ মামলায় গ্রেফতার হয়ে দীর্ঘসময় কারাগারে ছিলেন। কারাগার থেকে বের হয়ে তিনি চাঁদাবাজ চক্রটি গড়ে তোলেন।

এছাড়াও বিস্ফোরক দ্রব্যসহ বিভিন্ন থানায় ৬টি মামলার এজাহার নামীয় আসামী সে। গ্রেফতারকৃত আসামীদের কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।