কক্সবাজারে আবাসিক হোটেল থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার

ছবি: সংগৃহীত
CPLUSTV
CTG NEWS
CPLUSTV
শেয়ার করুন

সিপ্লাস ডেস্ক: কক্সবাজারের একটি আবাসিক হোটেল থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৭ ফ্রেব্রুয়ারি) দুপুর ২টার দিকে কক্সবাজার শহরের হোটেল-মোটেল জোনের ‘সি আলিফ’ নামক হোটেলের ৪১১নং কক্ষ থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

কক্সবাজার সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি রফিকুল ইসলাম বলেন, নিহত সুমা দে (৩৫) চট্টগ্রামের বাশঁখালীর বাসিন্দা। তিনি গত ১৪ ফ্রেব্রুয়ারি দুই ছেলে ও এক মেয়েসহ স্বামীর সঙ্গে ‘সি আলিফ’ আবাসিক হোটেলে রুম ভাড়া নেন। তারা কয়েক দিন কক্সবাজার শহরে ঘুরে বেড়ান। আজ সকালে তারা সবাই হাসিমুখেই ছিলেন। কিন্তু হঠাৎ তাদের রুম খোলা দেখে হোটেল বয় গিয়ে দেখেন মা ও মেয়ের (৪) মরদেহ পড়ে আছে। পরে হোটেল কর্তৃপক্ষ ৯৯৯-এ কল দিয়ে জানালে আমরা ঘটনাস্থলে আসি। ঘটনার পর দুই ছেলে নিয়ে লাপাত্তা স্বামী।

তবে কী কারণে এমন হত্যাকাণ্ড তার রহস্য বের করার চেষ্টা চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।