কক্সবাজারের রামুতে দখলীয় জায়গার সীমানা প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে অতর্কিত হামলায় নিহত ১, আহত ২

কক্সবাজারের রামুতে দখলীয় জায়গার সীমানা প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে অতর্কিত হামলায়।
CPLUSTV
CTG NEWS
CPLUSTV
শেয়ার করুন

রামু প্রতিনিধি: শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে জমির চলমান বিরোধকে কেন্দ্র করে উপজেলার রাজারকুল ইউনিয়নের ১নং ওয়ার্ডের আওতাধীন ধরপাড়া ও মিঠাছড়ি ইউনিয়নের ৪নং ওয়ার্ড উমখালী ধরপাড়ার সীমান্তবর্তী এলাকায় এ ঘটনা ঘটে।

আহতদের দ্রুত সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক এক ব্যক্তিকে মৃত ঘোষণা করেন।

নিহত সমির ধর (৫০) রামুর মিঠাছড়ি ইউনিয়নের ৪নং ওয়ার্ড ধরপাড়া এলাকার বাসিন্দা মৃত কালি সংকর ধরের ছেলে। এ ঘটনায় রাজারকুল ইউনিয়নের ধরপাড়া এলাকার অনিল ধরের ছেলে তাপস ধর ও সুকুমার ধর নামের দুজন গুরুত্বর আহত অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এদের মাঝে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন রামু থানার ওসি আনোয়ারুল হোসাইন।

রাজারকুল ইউপি চেয়ারম্যান মুফিজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, জায়গার বিরোধকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনাটি দুই ইউনিয়নের সীমান্তবর্তী এলাকায়।

রামু থানার অফিসার ইনচার্জ আনোয়ারুল হোসাইন জানান, জমির সীমানা সংক্রান্ত বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে খবর পেয়েছি। সংঘর্ষে গুরুতর আহতদের হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় একজন মৃত্যুবরণ করেন। এ ঘটনায় জড়িত রাজারকুল ইউনিয়নের ১নং ওয়ার্ড ধরপাড়া এলাকার ধিরাম ধরের ছেলে বাবুল ধর ও বাবুল ধরের ছেলে রিটন ধর (২৮) কে আটক করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে উল্লেখ করেন ওসি।