রামু প্রতিনিধি: কক্সবাজারের ঈদগাঁও-ঈদগড় সড়কে যাত্রীবাহী সিএনজিতে লুটপাট চালিয়ে ২ যুবককে অপহরণের অভিযোগ উঠেছে।
শুক্রবার রাত আনুমানিক সাড়ে ১০টায় ঈদগড়-ঈদগাঁও সড়কের সত্বারা এলাকায় এঘটনা ঘটে। এদিকে অপহরণের দুই ঘন্টা পর রাত সোয়া ১২ টার দিকে জনপ্রতি ৩ লাখ করে ২ জনের কাছ থেকে ৬ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহৃত যুবকদের পরিবারকে ফোন দেয় অপহরণকারী চক্রের সদস্যরা।
অপহরণের শিকার ২ যুবক, নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের তোফান আলী পাড়া গ্রামের গফুরের ছেলে আবু তাহের (২৪) ও ছৈয়দুল হকের ছেলে রিফাত (২০)।
আবু তাহের ও রিফাতের পরিবারের দাবি, শুক্রবার রাতে ঈদগাওঁ থেকে সিএনজি যোগে আবু তাহের ও রিফাত বাইশারী উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথিমধ্যে ঈদগাঁও উপজেলার ঈদগড়-ঈদগাঁও সড়কের পাত্বারা নামক ঢালায় পৌছলে ডাকাতদল ব্যারিকেড দিয়ে গাড়িটির গতিরোধ করে। এসময় সংঘবদ্ধ সশস্ত্র ডাকাতরা নাম পরিচয় সনাক্ত করে ওই ২ যুবককে অস্ত্রের মুখে অপহরণ করে পার্শ্ববর্তী পাহাড়ি এলাকায় নিয়ে যায়।
তারা আরও জানান অপহরণের পর থেকে চক্রটি তাদের ব্যবহৃত মোবাইল থেকে পরিবারের সদস্যদের ফোন করে ৬ লাখ টাকা মুক্তিপণ দাবী করেন। তারা মুক্তিপণের এই টাকা প্রদানে অপারগতা প্রকাশ করলে শনিবার সকালে অপহৃত ২ যুবককের লাশ নিয়ে যাওয়ার কথা বলে হুমকি দেয় অপহরণকারীরা। এ ঘটনায় ঈদগড়, বাইশারী, ঈদগাঁও এলাকার সাধারণ মানুষ চরম উৎকন্ঠায় রয়েছে। তারা আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করছেন।
এব্যাপারে ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কবির জানান, ডাকাতি-অপহরণের ব্যাপারে শুনেছেন। এলাকাটি ডাকাত কবলিত এবং খুবই ঝুঁকিপূর্ণ, অপহৃত ২ যুবককে উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।