কক্সবাজারে বিশ্বের দীর্ঘতম সৈকতে ৮ অক্টোবর মঙ্গলবার সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় অনুষ্ঠান দুর্গাপূজার প্রতিমা বিসর্জন অনুষ্ঠানে লাখো মানুষের ঢল নেমেছিল।
এ সময় পূজারি, ভক্ত, দর্শনার্থী, পর্যটকসহ সকল সম্প্রদায়ের মানুষের মহামিলন মেলায় পরিণত হয় সৈকত।
সৈকতে পূজারীরা মেতে উঠে নেচে গেয়ে এবং আনন্দ উল্লাসে।
সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে সন্ধ্যারর আগে বিসর্জন মন্ত্র পাঠের মাধ্যমে লাখো লোকের উপস্থিতিতে শতাধিক প্রতিমা সাগরে নিরঞ্জন করেন ভক্ত-পূজারিরা।
মঙ্গলবার দুপুর থেকেই সমুদ্র সৈকতের বালিয়াড়িতে কক্সবাজার জেলার প্রত্যন্ত এলাকা থেকে ট্রাকে ট্রাকে প্রতিমা নিয়ে সমবেত হতে থাকে পুজারীরা। এ সময় ঢাক-ঢোল, তবলা, বাঁশিসহ নানা বাদ্য যন্ত্র নিয়ে এক উৎসব মূখর পরিবেশে সৈকতে ভীড় জমায় তারা। পড়ন্ত বিকালের মধ্যেই সৈকতের লাবনী পয়েন্টের বিশাল এলাকা হয়ে পড়ে লোকে লোকারণ্য।
টানা ছুটির সুযোগে অনেকেই বেড়াতে আসেন কক্সবাজার সৈকতে।
সরেজমিন দেখা গেছে, সৈকতের বিসর্জন অনুষ্ঠানে অনেক বিদেশিরাও যোগ দিয়েছিলেন। তাদের নিকটও উপভোগ্য ছিল এ অনুষ্ঠানটি।
সৈকতের বৃহৎ প্রতিমা বিসর্জন অনুষ্ঠানে অতিথিরা বলেছেন, পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে দেশের বৃহৎ প্রতিমা বিসর্জন উৎসবকে ঘিরে মানুষের সম্প্রীতি আর উচ্ছ্বাস প্রমাণ করে বাংলাদেশ শান্তি সম্প্রীতির দেশ।