পটিয়া প্রতিনিধি: পটিয়া উপজেলার ঐতিহ্যবাহী সাতগাছিয়া দরবার শরীফ এর বার্ষিক ওরশ মোবারক বুধবার (১ মার্চ) অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষ্যে মাজার হযরত আবুল খায়ের সুলতানপুরী(রা.) এসোসিয়েশন বাংলাদেশ বিভিন্ন কর্মসূচী ঘোষণা করেছেন। এছাড়া উপজেলা ও থানা প্রশাসনের পক্ষ থেকে ডিজে গান বাজানো নিষিদ্ধ সহ দেয়া হয়েছে নানা নির্দেশনা।
হযরত গাউসুল আজম, মাহবুবে ছুবাহানি কুতুবে রাব্বানি শেখ সৈয়্যদ মহিউদ্দীন আবু মোহাম্মদ আব্দুল কাদের জিলানী (কা.)র ২৬৭ তম ও হযরত কাজী ওয়ারেছ বিল্লাহ সুলতানপুরী (রা.)র ২২০ তম, হযরত মোজাহেরুল্লাহ্ সুলতানপুরী (রা.)’র ১৫০ তম, হযরত মুজিবুল্লাহ সুলতানপুরী (রা.) র ১০১ তম, হযরত মতিউর রহমান সুলতানপুরী (রা.)র ৮৮তম পবিত্র ওরশ মোবারক ১লা মার্চ, মহান ১৭ই ফাল্গুন, রোজ বুধবার বিকাল তিন ঘটিকায়, চট্টগ্রাম জেলার অন্তর্ভুক্ত পটিয়া উপজেলার হাইদগাঁও মুজিবনগরে অবস্থিত সাতগাছিয়া দরবার শরীফে মহাসমারোহে অনুষ্ঠিত হবে।
আয়োজিত কর্মসূচীর মধ্যে রয়েছে খতমে কোরান,গাউছিয়া শরীফ হাফেজদের দস্তানবন্ধি, মিলাদ মাহফিল, জিকির-আজকার এবং ফজরের নামাজের পর দেশ ও জাতির কল্যাণে আখেরি মোনাজাত শেষে তাবারুক বিতরণ করা হবে। আখেরি মোনাজাত পরিচালনা করবেন-
গাউছিয়া খায়েরিয়া মঞ্জিলের সাজ্জাদানশীন, আউলাদে রাসুল (সা.), হযরত মওলানা শাহসুফী সৈয়দ আবু মোহাম্মদ মোস্তাক বিল্লাহ সুলতানপুরী (মা.জি.আ) কেবলা কাবার স্থলাভিষিক্ত আউলাদ, ঈমামে তরিকত হযরত মওলানা শাহসুফী সৈয়দ আবু মোহাম্মদ মোতাছিম বিল্লাহ (সম্পদ) সুলতানপুরী (মা.জি.আ) সাহেব কেবলা।