এসরাল দেশে ফিরতেই ফের বেপরোয়া তার বাহিনী: যুবদল নেতার ওপর হামলা

CPLUSTV
CTG NEWS
CPLUSTV
শেয়ার করুন

নগরীর চান্দগাও আবাসিক বি ব্লক কবরস্থানের সামনে যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক মোশাররফ হোসাইনের উপর এসরাল বাহিনী হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে৷

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দিনগত রাত সাড়ে ১২টায় এ হামলা চালায় বলে জানা গেছে।

আহত যুবদল নেতা বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধিন।

জানা গেছে, রাতে চট্টগ্রাম ৮ আসনের উপ-নির্বাচনের বিএনপি দলীয় প্রার্থী আবু সুফিয়ানের পক্ষে নির্বাচনি পোস্টার লাগানোর সময় যুবদল নেতা মোশারফের ওপর অতর্কিত হামলা চালানো হয়।

এ বিষয়ে চাঁদগাও থানার ওসি আবুল কালাম সিপ্লাসকে বলেন, বিএনপি প্রার্থী নিজেই অভিযোগ করেছিলো যে তার লোকজনকে রড দিয়ে পেটানো হচ্ছে৷ আমি দ্রুত সেখানে ফোর্স পাঠালেও কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। আশ পাশের দারোয়ানরা চড়থাপ্পর মারা হয়েছে বললেও এখন পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ করেনি বলে জানান তিনি।

তবে চট্টগ্রাম মেডিকেলের ক্যাজুয়ালিটি বিভাগে ভর্তি আহত যুবদল নেতা মোশারফ সিপ্লাসকে বলেন, রাত ১২টার পর চারিদিকে যখন আতসবাজি ফোটাচ্ছিলো তখন এসরালের ছোট ভাই টিপু সহ অন্যান্যরা প্রকাশ্য গুলি ফুটাচ্ছিলো৷ এসময় আমরা সুফিয়ান ভাইয়ের পোস্টার লাগাচ্ছিলাম। হঠাৎ টিপু এসে চান্দগাও আবাসিকে সকালে কেন মিছিল করেছি এবং কেন পোস্টারিং করছি জিজ্ঞাস করেই লোহার রড় দিয়ে বেদম পেটাতে থাকে।সে দেশে ফেরার পর এসরালের বাহিনী আবার বেপরোয়া হয়ে উঠেছে।
আহতের পক্ষ থেকে থানায় এজাহার দেয়া হচ্ছে বলেও জানান মোশারফ৷