এসএসসির প্রশ্নফাঁসের প্রলোভনে টাকা দাবি, হিমেল কারাগারে

সিপ্লাস ডেস্ক: এসএসসি ও সমমান পরীক্ষার প্রশ্নফাঁসের গুজব ছড়ানো ও প্রশ্নপত্র দেওয়ার নামে টাকা দাবির অভিযোগে করা মামলায় গ্রেফতার হিমেল মুস্তাকিম নামের এক যুবককে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২ মে) তাকে আদালতে হাজির করে পুলিশ। এরপর পল্টন থানার ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতান সোহাগ উদ্দিন তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে সোমবার (১ মে) রাজধানীর গুলশান এলাকায় অভিযান চালিয়ে হিমেল মুস্তাকিমকে গ্রেফতার করেছে সিআইডি সাইবার পুলিশ সেন্টার।

শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি হিমেল মুস্তাকিম নামে এক যুবক ফেসবুকে ‘এসএসসি ব্যাচ ২০২৩’ নামের এক গ্রুপে একটি পোস্ট করেন। ওই পোস্টে তিনি দাবি করেন, তার কাছে এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র রয়েছে। পোস্টে তিনি উল্লেখ করেন, ‘এসএসসি ২০২৩ এর বাংলা প্রথমপত্রের শতভাগ কমন প্রশ্ন লাগলে দ্রুত যোগাযোগ করুন। প্রশ্ন পাওয়ার সময়কাল পরীক্ষার দিন ভোর চারটা থেকে ছয়টার মধ্যে’।

পরবর্তীতে হিমেল তার ‘প্রশ্ন/কোশ্চেন অল বোর্ড’ নামে ফেসবুক পেজে বেশকিছু এসএসসি পরীক্ষার্থীকে অ্যাড করেন। এরপর হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রশ্ন দেওয়ার জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হতে প্রতিজনের কাছ থেকে এক হাজার ৫৫০ টাকা করে নেন। পুরো বিষয়টি সিআইডির সাইবার মনিটরিং টিমের নজরে এলে অভিযুক্তকে শনাক্ত করে গুলশান এলাকা থেকে গ্রেফতার করা হয়।

এর আগে রোববার বগুড়া জেলার ধুনট থানার মহিশুরা এলাকায় অভিযান চালিয়ে রবিন বাবু নামে আরেক যুবককে গ্রেফতার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের সাইবার টেররিজম ইনভেস্টিগেশন টিম। রবিন সিরাজগঞ্জের কাজিপুরের মনসুর আলী কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র।

ক্যালেন্ডার
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
Scroll to Top