এসএসসির প্রশ্নফাঁসের নামে টাকা আত্মসাৎ, রউফ রিমান্ডে

সিপ্লাস ডেস্ক: চলমান এসএসসি পরীক্ষার প্রশ্নফাঁস করানোর শতভাগ নিশ্চয়তা দিয়ে ফেসবুক পেজ এবং মেসেঞ্জারে বিজ্ঞাপন দিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে গ্রেফতার আব্দুর রউফ প্রীতমের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শনিবার (৬ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিনের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন। এদিন আসামি প্রীতমকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তার দশ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের উপপরিদর্শক মোহাম্মদ আমিনুল ইসলাম।

অন্যদিকে, আসামিপক্ষে রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত তার জামিন নামঞ্জুর করে একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে মামলার পুলিশ পরিদর্শক আমিরুল ইসলাম বাদী হয়ে ক্যান্টনমেন্ট থানায় তার বিরুদ্ধে মামলা করেন।

ঢাকা মহানগর গোয়েন্দা লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার মশিউর রহমান বলেন, গত রাতে গাড়ি চুরি প্রতিরোধ টিম জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার সহযোগিতায় ঢাকা ক্যান্টনমেন্টের বঙ্গবন্ধু বিমানবাহিনী ঘাঁটির সামনে থেকে আব্দুর রউফ প্রীতম নামে এক ছাত্রকে গ্রেফতার করে।

তিনি বলেন, চলমান এসএসসি পরীক্ষার প্রশ্নফাঁস করতে পারবে এরকম শতভাগ নিশ্চয়তা দিয়ে প্রীতম ফেসবুক ও মেসেঞ্জারে বিজ্ঞাপন দিয়ে টাকা হাতিয়ে নিচ্ছিল। SSC Batch 2023, SSC Short Syllabus 2023, Desh View নামক একাধিক page থেকে সে চলমান এসএসসি পরীক্ষার প্রশ্নফাঁস সংক্রান্ত প্রচারণা চালাতে থাকে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেক ছাত্রছাত্রী ও তাদের অভিভাবকরা এ প্রচারণায় বিশ্বাস করে তার সঙ্গে যোগাযোগ করে।

উপ-পুলিশ কমিশনার বলেন, একপর্যায়ে ছাত্রছাত্রী ও তাদের অভিভাবকরা তার চাহিদামতো টাকা মোবাইল ব্যাংকিং সিস্টেমের মাধ্যমে পাঠায়। প্রশ্নফাঁসের নামে প্রতারণার অর্থ হাতিয়ে নেওয়ার জন্য এ প্রতারক ছাত্র তার বাবা ও মায়ের ন্যাশনাল আইডি কার্ড দিয়ে একাধিক হিসাব খুলেছিল।

ক্যালেন্ডার
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
Scroll to Top