এম শাহ আলম চৌধুরী ডিগ্রী কলেজ গভর্ণীং বডির সভাপতি নির্বাচিত হলেন মান্নান চৌধুরী

ছবি: সংগৃহীত
CPLUSTV
CTG NEWS
CPLUSTV
শেয়ার করুন

রাঙ্গুনিয়া প্রতিনিধিঃ চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাঙ্গুনিয়ার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ এম শাহ আলম চৌধুরী ডিগ্রী কলেজের গভর্ণীং বডি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি পদে চতুর্থ বারের মতো নির্বাচিত হয়েছেন আবদুল মান্নান চৌধুরী।

এছাড়া বিদ্যোৎসাহী সদস্য পদে উদয়ন কুমার বড়ুয়াকে নির্বাচিত করা হয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) ফাহিমা সুলতানা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে তাদের অনুমোদন দেওয়া হয়। কলেজের প্রতিষ্ঠাতা এম শাহ আলম চৌধুরীকে প্রতিষ্ঠাতা প্রতিনিধি করা হয়েছে। এছাড়া দাতা প্রতিনিধি পদে মোহাম্মদ হাশেম, আবদুল আলী আব্দুল্লাহ, অভিভাবক প্রতিনিধি পদে নুরুল হুদা, জসিম উদ্দিন ও সামশুল আলমকে নির্বাচিত করা হয়েছে। পদাধিকার বলে কলেজের অধ্যক্ষ সদস্য সচিব ও শিক্ষক প্রতিনিধি হিসেবে তিনজন শিক্ষক দায়িত্ব পালন করবেন।

এদিকে আবদুল মান্নান চৌধুরীকে সভাপতি নির্বাচিত করায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।