রামু প্রতিনিধি: কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমলের বিরুদ্ধে আদালত প্রাঙ্গনে সম্প্রতি মানববন্ধন, বিভিন্ন বিভ্রান্তিকর বক্তব্য ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে স্বেচ্ছাসেবক লীগ নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে বিশাল মানববন্ধন করেছে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ রামু উপজেলা শখা।
বৃহস্পতিবার (১৬ মার্চ) রামু চৌমুহনী গোলচত্বরে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নুরুল ইসলাম নাহিদ সদস্য স্বেচ্ছাসেবকলীগ কক্সবাজার জেলা,সুজন চক্রবর্তী,সভাপতি হিন্দু মহাজোট রামু,তসলিম উদ্দীন সোহেল,আহবায়ক, রামু উপজেলা ছাত্রলীগ,নুরুল আলম জিকু,সভাপতি তাঁতিলীগ রামু উপজেলা, উল্লাস ধর, সহ-সভাপতি পূজা উদযাপন পরিষদ রামু,পকাশ সিকদার,সহ-সভাপতি পূজা উদযাপন পরিষদ রামু, পলক বড়ুয়া আপ্পু,জেলা যুবলীগ নেতা, নীতিশ বড়ুয়া, সাধারণ সম্পাদক রামু উপজেলা যুবলীগ, মোঃ ইউনুচ ভুট্টো,সাবেক চেয়ারম্যান দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন প্রমুখ।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, আইনজীবী সমাজের সাথে মাননীয় সংসদ সদস্যের কোনরূপ বিরোধ নেই। মাননীয় জজ আদালতের একজন কর্মচারী মোঃ সাহেদের সাথে তার আপন খালাত ভাই রামু উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসিম উদ্দিনের ওয়ারিশী জায়গা-জমি সংক্রান্ত বিরোধ রয়েছে। উক্ত বিরোধ থানা ও স্থানীয় ইউপি চেয়ারম্যানের মধ্যস্ততায় বিচারাধীন ছিল। বিচারাধীন থাকাবস্থায় বিজ্ঞ জজ আদালতের উক্ত কর্মচারী মোঃ সাহেদ বিজ্ঞ দ্রুত বিচার আদালতে ভুল তথ্য উপস্থাপন করে কোন ঘটনা না হওয়া সত্ত্বেও তার খালাত ভাই মাষ্টার জসিম উদ্দিন, বিরোধের বিচারক স্থানীয় মেম্বার আজিজ, মোঃ ইউনুছ, রাজনৈতিক নেতা তপন মল্লিক, সংবাদকর্মী জাফর আলম, এলাকার বিশিষ্ট ব্যবসায়ী এবং ছাত্রদের আসামী করে ফৌজদারী দরখাস্ত দাখিল করে এফআইআর আদেশ হাসিল করেন। পরবর্তীতে আদালতের নির্দেশনা মোতাবেক মামলাটি এজাহার হিসাবে রুজু করা হয়। যা সম্পূর্ণ একটি মিথ্যা মামলা হয়।
উল্লেখ্য, গত কিছুদিন পূর্বে রামু উপজেলার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বরণ ও বিদায় অনুষ্ঠানে মাননীয় সংসদ সদস্য একজন আইন প্রণেতা হিসাবে বক্তব্য প্রদানকালে উক্ত মিথ্যা মামলার বিষয়ে চরম ক্ষোভ ও দুঃখ প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট বিজ্ঞ দ্রুত বিচার আদালতের কার্যক্রমেও চরম অসন্তোষ প্রকাশ করেন। উক্ত বিষয়টি নিতান্তই আইন প্রণেতা এবং বিচার বিভাগের মধ্যকার বিষয়। এখানে আইনজীবীদের স্বার্থ সংশ্লিষ্ট কোন বিষয় জড়িত নয়। এতদসত্ত্বেও মাননীয় সংসদ সদস্যের রাজনৈতিক প্রতিপক্ষের ইন্ধনে তাঁর সুনাম ক্ষুন্ন করার লক্ষ্যে ও রাজনৈতিক ফায়দা হাসিলের নিমিত্তে কিছু সংখ্যক আইনজীবীগণ সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিতভাবে একটি মানববন্ধন রচনা করে সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমলের বিরুদ্ধে বিভিন্ন মানহানিকর বক্তব্য প্রদান করেন। যার ফলে আইনজীবী সমাজের সাথে স্থানীয় সংসদ সদস্যের অনাকাঙ্খিত একটি দূরত্ব সৃষ্টি হয়েছে। অথচ কক্সবাজার জেলা আইনজীবী সমিতির এনেক্স ভবন নির্মাণসহ বারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রমে মাননীয় সংসদ সদস্য জনাব সাইমুম সরওয়ার কমল সাহেবের উল্লেখ্যযোগ্য সহযোগীতা রয়েছে।
উক্ত মানববন্ধনে বক্তারা দ্রুত এই মিথ্যা মামলা প্রত্যাহার করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানিয়েছেন। অন্যথায় আরও বড় ধরনের আন্দোলন করার হুশিয়ারি দিয়েছেন।