সিপ্লাস ডেস্ক: মেটাভার্স ফরেন এক্সচেঞ্জ (এমটিএফই) অ্যাপের ফাঁদে ফেলে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া প্রতারকচক্রের দুই সদস্যকে আটক করেছে আরএমপির রাজপাড়া থানার পুলিশ। গত বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জেলার মোহনপুর থানা এলাকা থেকে আসামিদের গ্রেপ্তার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে জানায় পুলিশ।