রামু প্রতিনিধি: এন আলম চ্যাম্পিয়নশিপ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৩ই ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১২ ফেব্রুয়ারী) দুপুর দেড়টায় কক্সবাজারের রামুর দুর্গম ঈদগড় করলিয়ামুড়া শাহ্ সোজা স্টেডিয়ামে টি১০ ক্রিকেট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইলের দুই শক্তিশালী দল লড়াই করেন। এ দিন টি১০ ক্রিকেটে বাইতুশরফপাড়া ক্রিকেট একাদশ বনাম স্বাগতিক করলিয়ামুড়া ক্রিকেট একাদশ জমজমাট লড়াই করছিল। প্রথমে ব্যাটিং করে বাইতুশরফপাড়া ক্রিকেট একাদশ ১০ ওভারে ৭৫ রানের টার্গেট দেয়। জবাবে ৮ উইকেটে জয় লাভ করে স্বাগতিক করলিয়ামুরা ক্রিকেট একাদশ।
এন আলম চ্যাম্পিয়নশিপ ক্রিকেট টুর্নামেন্ট পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন কক্সবাজার ছাত্রলীগ সভাপতি এস এম সাদ্দাম হোসাইন।
খেলা শেষে শিল্পী নুরুল আলম কুতুবির চমৎকার গানের মধ্য দিয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু হয়। এতে দীর্ঘ ১৫ বছর ধরে ধারাবাহিকভাবে আয়োজন হওয়া রামুর ঈদগড়ে এন আলম ক্রিকেট টুর্নামেন্ট নানা প্রতিকূলতার কারণে এবার শেষ টুর্নামেন্টের ঘোষণা দেন এন আলম নুরি। কিন্তু শত শত দর্শকদের সামনে এই ক্রিকেট টুর্নামেন্ট আজীবন চলমান রাখার ঘোষণা দিলেন কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি এস এম সাদ্দাম হোসাইন।
টুর্নামেন্টের পরিচালক নুরুল আলম নুরি ফাইনাল খেলার আলোচনা সভায় শেষ টুর্নামেন্ট নিয়ে কথা তুললে তার জবাবে প্রধান অতিথির বক্তব্যকালে জেলা ছাত্রলীগের সভাপতি এস এম সাদ্দাম হোসাইন বলেন, “যেখান থেকে শেষ, সেখান থেকে শুরু করার জন্যই আমার বেড়ে উঠা। উক্ত টুর্নামেন্ট প্রতিবছর নুরুল আলম নুরি নামেই একই স্থানে চলবে।”
তিনি আরো বলেন, “যে মানুষটি সমাজে তরুণীদের মাদক থেকে দূরে রাখতে দীর্ঘ ১৫ বছর ক্রীড়ার মাধ্যমে সংগ্রাম চালিয়ে গেছেন, তার প্রতি সম্মান রেখে আজীবন এই টুর্নামেন্টের মাধ্যমে ঈদগড়ের তরুণরা খেলাধুলায় মগ্ন থাকবে ইনশাল্লাহ।”
এদিকে ঈদগড়কে মাদক ও সন্ত্রাসমুক্ত রাখতে এমন আয়োজনকে অব্যাহত রাখার বিষয়ে সন্তুষ্টি প্রকাশ করেছে স্থানীয় সচেতনমহল।
এসময় আরো উপস্থিত ছিলেন রামু উপজেলা ভাইস চেয়ারম্যান আফসানা জেসমিন পপি, ঈদগড় ইউনিয়নের চেয়ারম্যান ফিরোজ আহমদ ভুট্টু, বাইশারী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কামাল হোসেন, কক্সবাজার সরকারি কলেজের সাবেক জিএস সিরাজুল হক রেজা, রামু উপজেলা ছাত্রলীগের আহবায়ক তসলিম উদ্দিন সোহেল, যুগ্ম আহবায়ক তারেক উদ্দিন মিশুক, এস আই জাফর উল্লাহ, ইনচার্জ, ঈদগড় পুলিশ ক্যাম্প, প্রতিভা রানী নাথ,প্রজেক্ট অফিসার ইপসা ঈদগড় সেন্টার,সোলতান মোঃ কাইছার, নবনির্বাচিত সভাপতি ঈদগড় স্বপ্নতরী যুব সংগঠন, মোঃ সরওয়ার জাহান, তরুণ সাংবাদিক ও ইউটিউবার কক্সবাজার, আব্দুর রহমান ছাত্রলীগ নেতা, প্রমুখ।
উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন- সাংবাদিক ইব্রাহিম খলিল ও রহমত হোসাইন জিন্নাহ। ম্যাচ আম্পায়ারিং এ ছিলেন নাহিদ ও রফিক, ম্যাচ রেফারীর দায়িত্বে ছিলেন জিসান ও রহিম।