রোহিঙ্গাদের ভোটার করা ও এনআইডি জালিয়াতির ঘটনায় গ্রেফতার হওয়া ইসি কর্মচারী মোহাম্মদ জয়নালসহ ৩ জনকে রিমান্ডে নিয়েছে কাউন্টার টেররিজম ইউনিট।
বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম মেট্রো ম্যাজিস্ট্রেট মেহনাজ রহমানের আদালত তাদের এ রিমান্ড আবেদন মঞ্জুর করেন।
এর মধ্যে ডবলমুরিং থানা নির্বাচন অফিসের অফিস সহকারী মো. জয়নাল আবেদীন তিনদিন এবং তার দুই সহযোগী গাড়িচালক বিজয় দাশ (২৮) ও তার বোন সীমা দাশকে একদিন করে রিমান্ড মন্জুর করা হয়েছে।
সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (প্রসিকিউশন) মো. কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।