নিজস্ব প্রতিবেদক: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ১১১টি কেন্দ্রে ১ হাজার ৩৫৬ জন এইচএসসি পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। রবিবার (৬ নভেম্বর) দুপুরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রামের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ বিষয়টি নিশ্চিত করেছেন।
২০২২ সালের এইচএসসি পরীক্ষায় চট্টগ্রামে ৯৩ হাজার ৮৮৯ জন পরীক্ষার্থী ছিল। এরমধ্যে উপস্থিত ছিলেন ৮৬ হাজার ৫২৮ জন পরীক্ষার্থী।
তিনি বলেন, এইচএসসি পরীক্ষার বাংলা প্রথম পত্রে অনুপস্থিত ছিলো ১ হাজার ৩৫৬ জন। এছাড়াও প্রতিটি পরীক্ষা কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তৎপর ছিলেন৷ প্রশ্নপত্র ফাঁস রোধে বোর্ড থেকে সর্বোচ্চ সতর্কতা ছিল।