উৎসব মুখর পরিবেশে বদরখালী বাজার হকার ব্যবসায়ী সমবায় সমিতির নির্বাচন সম্পন্ন

উৎসব মুখর পরিবেশে বদরখালী বাজার হকার ব্যবসায়ী সমবায় সমিতির নির্বাচন সম্পন্ন।
CPLUSTV
CTG NEWS
CPLUSTV
শেয়ার করুন

আনোয়ারা প্রতিনিধি: আল্লামা আবুল খাইর ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা সোহাইল ছালেহকে সম্মাননা ও ক্রেষ্ট প্রদান করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশ আমীর আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী। শুক্রবার (২৪ ফেব্রুয়ারী) বিকেলে চট্টগ্রামের বাবুনগর মাদ্রাসা মিলনায়তনে এই সম্মাননা দেয়া হয়।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত খ্যাতিমান এনজিও সংস্থা আল্লামা আবুল খাইর ফাউন্ডেশন দেশের ধর্মীয় ও মানবিক কাজে বিশেষ অবদান রাখায় এবং চট্টগ্রাম জামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসার শতবার্ষিক মাহফিলে সফলতায় বিশেষ অবদান রাখায় ফাউন্ডেশনটির চেয়ারম্যান মাওলানা সুহাইল ছালেহকে আমীরে হেফাজতে আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী নিজ হাতে সম্মাননা ক্রেস্ট ও পাগড়ি পড়িয়ে দেন।

এসময় ফাউন্ডেশনের দায়িত্বশীল মাওলানা ওসমান গণি ও মাওলানা মোস্তফাসহ বাবুনগর মাদ্রাসার শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বাবুনগর মাদ্রাসার মাহফিল চলাকালীন মাওলানা সোহাইল ছালেহ পবিত্র ওমরা হজ্জে ছিলেন।

জানা যায়, দেশের খ্যাতিমান এনজিও সংস্থা আল্লামা আবুল খাইর ফাউন্ডেশন দেশে শত শত মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠা,রোহিঙ্গা পুনর্বাসন, ত্রাণ সহায়তা, নলকূপ, অজুখানা নির্মাণ, কোরবানির পশু জবাই করে গরীব মানুষের মাঝে বিতরণ, গরীবদের মাঝে রিকশা ভ্যানগাড়ি বিতরণ,গরীব লোকজনের বিয়েতে অনুদান দেয়াসহ অসংখ্য সামাজিক ও মানবিক কাজ করে আসছে। আবুল খাইর ফাউন্ডেশনে মাধ্যমে ইতিমধ্যেই দেশের হাজার হাজার মানুষ উপকৃত হয়েছেন। দারুল কারীম মাদরাসা ও বাঁশখালী মডেল মাদ্রাসাও আল্লামা আবুল খাইর ফাউন্ডেশনের একটি উপকারভোগী প্রতিষ্ঠান।