উল্টোপথে মোটরসাইকেল কেন জিজ্ঞেস করতেই পুলিশকে মারধর

ছবি: সংগৃহীত
CPLUSTV
CTG NEWS
CPLUSTV
শেয়ার করুন

সিপ্লাস ডেস্ক: মোটরসাইকেল নিয়ে উল্টোপথে ছুটছিলেন ১০-১২ জন। সেসময় রাস্তা পার হচ্ছিলেন পুলিশের বিশেষ শাখায় (এসবি) কর্মরত মিরাজ হোসেন। পুলিশ সদস্যের শরীরে মোটরসাইকেল তুলে দেন তারা।

পুলিশ সদস্য মিরাজ তাদের জিজ্ঞেস করেন- উল্টোপথে কেন চলছেন? এতে ক্ষিপ্ত হয়ে মোটরসাইকেল থেকে নেমে একজন ‘তুই ভাইকে চিনোস না’ বলেই মারধর শুরু করেন। তার সঙ্গে থাকা অন্যরাও নেমে পুলিশ সদস্যকে মারধর করেন। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে রাজধানীর বেইলি রোড এলাকায় একমুখী রাস্তায় এ ঘটনা ঘটে।

পরে অন্য পুলিশ সদস্যরা এসে আহত এসবি সদস্য মিরাজ হোসেনকে উদ্ধার করেন। পরে তাকে রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়। এরপর আহত পুলিশ সদস্য বাদী হয়ে রমনা থানায় চারজনের নাম উল্লেখসহ আরও কয়েকজন অজ্ঞাতনামা আসামি করে মামলা করেন।

আহত এসবি সদস্য মিরাজ হোসেন গণমাধ্যমকে বলেন, ‘বেইলি রোডের একমুখী রাস্তায় ১০-১২ জন মোটরসাইকেল নিয়ে উল্টোপথে যাচ্ছিলেন। এমন সময়ে রাস্তা পার হতে গেলে তারা আমার গায়ের ওপর মোটরসাইকেল উঠিয়ে দেন। উল্টোপথে মোটরসাইকেল নিয়ে কেন যাচ্ছেন- জিজ্ঞেস করতেই একজন মোটরসাইকেল থেকে নেমে বলেন, তুই ভাইকে চিনোস না? আমি পুলিশ সদস্য পরিচয় দেওয়ার পরেও ১০-১২ জন মিলে আমাকে মারধর করেন।’

তিনি বলেন, ‘অন্য পুলিশ সদস্যরা এসে আমাকে উদ্ধার করে রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে আমি চিকিৎসাধীন। এ ঘটনায় রমনা থানায় আসামিদের বিরুদ্ধে মামলা করেছি।’

মামলার তদন্ত কর্মকর্তা রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) আইয়ুব আলী গণমাধ্যমকে বলেন, ‘মামলায় ৭-৮ জনকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে। তবে বাকিদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত শেষে তাদের পরিচয় নিশ্চিত হওয়া যাবে। সিসি ক্যামেরা দেখে আসামিদের গ্রেফতারে চেষ্টা চলছে।’