উপজেলা প্রশাসনের সাথে দূর্গা পূজা উদযাপন পরিষদ এর সাথে মতবিনিময়

CPLUSTV
CTG NEWS
CPLUSTV
শেয়ার করুন

ফটিকছড়ি উপজেলা প্রশাসনের সাথে দুর্গা পূজা উদযাপন পরিষদের সাথে এক মতবিনিময় সভা আজ ২৪ সেপ্টেম্বর (মঙ্গলবার) দুপুরে উপজেলা জহুরুল হক হলে অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সায়েদুল আরেফিন এর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, মেয়র ইসমাঈল হোসেন, মুক্তিযোদ্ধা বোরহান আহমেদ, ইউপি চেয়ারম্যান জানে অালম, শাহনেওয়াজ, হারুণ অর রশিদ, প্রকল্প বাস্তবায়ন অফিসার অাবুল হোসেন, পল্লী বিদ্যুৎ এর জিডিএম আবুল কালাম, মোঃ সরোয়ার জাহান, পুলিশ পরিদর্শক রবিউল ইসলাম, শফিকুল ইসলাম, উপজেলা পূজা উদযাপন কমিটি সভাপতি মাষ্টার রতন চৌধুরী, বিজয় কৃষ্ণ বৈষ্ণব কাজল শীল, লিংকন চক্রবত্তী, নাজিরহাট পৌরসভা পূজা উদযাপন কমিটিন সভাপতি সুমন কুমার বণিকসহ উপজেলা প্রশাসন এবং পূজা উদযাপন পরিষদের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এবার ফটিকছড়ি উপজেলায় ১০৯ টি দূর্গা মন্ডপে পূজা উদযাপন হব। এবার ফটিকছড়ি উপজেলায় ১০৯ টি দুর্গা মন্ডপে দূর্গা পূজা অনুষ্ঠিত হবে। দুর্গাপূজা উদযাপন উপলক্ষে সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে পূজা উদযাপন কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে। প্রতিমা তৈরীর অধিকাংশ কাজ শেষ পর্যায়ে। তারা আরো বলেন পূজা উদযাপন করার জন্য উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ সকল নেতৃবৃন্দের সার্বিক সহযোগিতা কামনা করেন।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সায়েদুল আরেফিন বলেন, দুর্গা পূজা উপলক্ষে উপজেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে।