মহেশখালী প্রতিনিধি: অতি প্রবল ঘূর্ণিঝড় মোখার কারণে কক্সবাজার সমুদ্রে ১০ নম্বর মহাবিপদ সংকেত অপরিবর্তিত রেখেছে আবহাওয়া অফিস। এই মোখা থেকে রক্ষায় উপকূলীয় মহেশখালী উপজেলাসহ পুরো কক্সবাজারে আশ্রয়কেন্দ্রে ২ লাখ ৩২ হাজার ৩৩৭ জন মানুষ আশ্রয় নিয়েছেন।
রোববার (১৪ মে) সকাল ১১টা পর্যন্ত তারা আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছেন। কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিভীষণ কান্তি দাশ এ তথ্য জানান। এই দিকে দ্বীপ উপজেলা মহেশখালীর বিভিন্ন আশ্রয় কেন্দ্র পরিদর্শন ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ‘বিদ্যানন্দ’ এর সহযোগিতায় মহেশখালী থানা পুলিশের মাধ্যমে আশ্রয় কেন্দ্রে খাবার বিতরণ করেছেন মহেশখালীর থানার অফিসার ইনর্চাজ প্রণব চৌধুরী।
এসময় বিভিন্ন আশ্রয় কেন্দ্রে গিয়ে ওসি নিজে আশ্রয় নেওয়া মানুষের খোঁজ খবর নেন। পুলিশের মানবিকতা দেখে অনেক অসহায় মা বোন পুলিশের প্রশংসা করেছেন।
এছাড়াও রবিবার দুপুরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি বাতাস উপক্ষে করে মানুষ নিরাপদ আশ্রয়ে সরাতে মাঠে কাজ করতেছেন মহেশখালী থানার ওসি প্রনব চৌধুরীর নেতৃত্বে পুলিশের টিম।