উদ্বোধনের দ্বিতীয় দিনে পাল্টে গেছে পদ্মা সেতুর চিত্র, সেনাবাহিনীর টহল

ছবি: সংগৃহীত
CPLUSTV
CTG NEWS
CPLUSTV
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক: পদ্মা সেতু উদ্বোধনের ‍দ্বিতীয় ‍দিনে সেতুর দুই প্রান্তে ভিন্ন পরিস্থিতি বিরাজ করছে। বিশেষ করে সুনসান নিরবতা বিরাজ করছে পদ্মার মাওয়া প্রান্তে।

প্রথম দিনে বাইকের লৌহমর্ষক ঘটনার পর অনির্দিষ্টকালের জন্য সেতুতে মোটরসাইকেল চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষিত হয়। তবে জাজিরা প্রান্তে এখনো মোটরসাইকেল চালকদের কেউ কেউ ঢোকার চেষ্টা করলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টহলে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। সেতুতে হেঁটেও উঠতে দেয়া হচ্ছে না মানুষকে।

আজ সোমবার (২৭ জুন) দুপুর পর্যন্ত এমনি চিত্র পর্যবেক্ষণ করছেন সিপ্লাস সংবাদদাতা মোঃ জোবাইর রিফাত।

সেতুতে অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং সাধারণ মানুষ যেন পদ্মা সেতুতে চলাচলের সময় নির্ধারিত আইন মেনে চলে, তা নিশ্চিত করতে সোমবার সকালে সেনাসদস্যদের টহল দিতেও দেখা গেছে। এদিন সকাল থেকে সেতুতে মোটরসাইকেল প্রবেশ করতে দেয়া হচ্ছে না। কেউ যেন অনিয়ম না করে সে জন্য নিয়মিত টহল দিচ্ছে সেনাবাহিনী।

সেতুর ওপর কোথাও কোথাও গাড়ি থামিয়ে মানুষজনকে দাঁড়িয়ে থাকতে দেখা গেলেও কিছুক্ষণের মধ্যেই তাদের সরিয়ে দিচ্ছেন সেনাবাহিনীর সদস্যরা। এদিন পুরো সেতু এলাকাতেই রোববারের চেয়ে বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি দেখা গেছে।

পদ্মা সেতুর ওপর অবৈধভাবে গাড়ি পার্কিং করার অপরাধে মাওয়া প্রান্তে এক প্রাইভেটকার চালককে ১০০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বেলা দেড়টার দিকে সেতুর মুন্সিগঞ্জ অংশে এই জরিমানা করেন জেলা প্রশাসক কার্যালয়ের সাধারণ ও প্রবাসী কল্যাণ শাখার সহকারী কমিশনার মো. আশরাফুল কবীর।

অন্যদিকে, সেতুতে মোটরসাইকেল চলাচলের নিষেধাজ্ঞার প্রতিবাদে শরীয়তপুরের জাজিরা প্রান্তে অবরোধ করেছেন মোটরসাইকেলের চালকরা। সোমবার (২৭ জুন) দুপুর ২টার দিকে মোটরসাইকেলবাহী পিকআপ টোল প্লাজা থেকে ফিরিয়ে দিলে তারা এ অবরোধ করেন। এ সময় প্রায় ছয় কিলোমিটার যানজট তৈরি হয়। পরে সেনাবাহিনী সদস্যরা এসে তাদের হটিয়ে দিলে প্রায় আধা ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।

এ বিষয়ে পদ্মা সেতু (উত্তর) থানার ইন্সপেক্টর নজরুল বলেন, মোটরসাইকেল চলাচল বন্ধে আমাদের নির্দেশনা দেওয়া হয়ছে। সে নির্দেশনা বাস্তবায়নের জন্য সকাল থেকে কাজ করা হচ্ছে। একটি পিকআপে তিনটি মোটরসাইকেল নিয়ে চালাকি করে সেতু পারের চেষ্টা করছিল। বিষয়টি নজরে এলে পিকআপ থেকে মোটরসাইকেল নামিয়ে দেওয়া হয়। কোনো মোটরসাইকেলই সেতু দিয়ে পার হতে পারবে না।

এখন অবধি দুপুর ১২ টার হিসেব পর্যন্ত টোল আদায় হয়েছে ২ কোটি ৭৮ লাখের অধিক। বিপরীতে গাড়ি পার হয়েছে ৫২ লাখের অধিক।