
উখিয়া প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ার কোটবাজারকে আরও আধুনিকতার ছোঁয়ায় ছেলেদের শার্ট-প্যান্ট ও টি-শার্টের সমাহার নিয়ে যাত্রা শুরু করেছে জনপ্রিয় শোরুম GENTS Look ‘র ২য় শাখা।
শুক্রবার জুমার নামাজের পরপরই কোটবাজার এন.আলম শপিং কমপ্লেক্সেরের নিচ তালায় ফিতা কেটে উদ্বোধন করেন কোটবাজার এন আলম শপিং কমপ্লেক্সের স্বত্বাধিকারীরা নুরুল আলম৷
এই দিকে স্থানীয়রাও সন্তুষ্ট হাতের নাগালেই পছন্দের কাপড়ের শোরুম উদ্বোধন হওয়ায় ক্রেতাদের সুন্দর ব্যবহার দিয়ে মন জয় করার আহ্বান জানান কোটবাজার দোকান মালিক সমিতির সভাপতি আবু সিদ্দিক।
কোটবাজার GENTS Look এর স্বত্বাধিকারী আজম শাহ আলম জানান, পোশাকের গুণগতমান ও রুচিশীল মানুষের পছন্দের কথা মাথায় রেখে হরেক রকম ডিজাইনের পণ্য নিয়ে কোটবাজার শাখার যাত্রা শুরু করেছি।
GENTS Look এর সফলতা কামনা করে দোয়াও মোনাজাত পরিচালনা করেন এন.আলম শপিং কমপ্লেক্সে মসজিদের ইমাম ও খতিব মাওলানা বোরহান উদ্দিন।
এই শো- রুমের পাওয়া যাবে ছেলেদের নিত্যনতুন চাইনিজ শো, শার্ট-প্যান্ট ও টি-শার্টে পাঞ্জাবি, ম্যানি ব্যাগ, বডি-স্প্রে সমাহার। উদ্বোধন উপলক্ষে চলছে বিশেষ ছাড়। দাম আর মান যাচাইয়ের ক্রেতাদের আহ্বান জানান GENTS Look এর কর্তৃপক্ষ।