মোহাম্মদ ইব্রাহিম মোস্তফা, উখিয়া প্রতিনিধিঃ কক্সবাজারের উখিয়ায় ছাত্রলীগের বিরুদ্ধে পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী সামাজিক যোগাযোগ মাধ্যমে কটুক্তিপূর্ণ মন্তব্য করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা এবং বাংলাদেশ আওয়ামী লীগ পালংখালী ইউনিয়ন শাখার ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে৷
বৃহস্পতিবার (২৩ জুন) বিকালে পালংখালীর থাইংখালি স্টেশনে আয়োজনে সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে দিবসটি পালিত হয়৷
উক্ত প্রতিষ্ঠা বার্ষিকীতে পালংখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দু শুক্কুর মেম্বারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোজ্জাফর আহমদ।
এসময় বক্তারা বলেন,”আগামী দিনের প্রধানমন্ত্রী হাতকে শক্তিশালী করার লক্ষে দলের নেতাকর্মীর সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করা আহ্বান জানান।”
সভা শেষে কাটা হয় কেক ও বের করা হয় আনন্দ শোভাযাত্রা৷ এসময় সহসযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
অন্যদিকে প্রতিবাদ সভায় পালংখালী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জুনায়েদ ও সাধারণ সম্পাদক শহিদুল্লা কায়ছার নির্দশনায় উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা শেখ নিশান, মোহাম্মদ ইমরান, মামুন, মুবিন, জিশান, ইমরানুর জলিল, ফাহিম, রেজা, মামুনুর রশিদ, রিদুয়ান সহ প্রমুখ।
এতে বক্তারা বলেন, প্রাণের সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ বিরুদ্ধে চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী সামাজিক যোগাযোগ মাধ্যমে কটুক্তিপূর্ণ মন্তব্য করেছেন অচিরেই প্রত্যাখান করে ক্ষমা চাইতে হবে অন্যতায় সারা বাংলাদশে আন্দোলন করা হবে৷