মোহাম্মদ ইব্রাহিম মোস্তফা,উখিয়া প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ার ইনানী সমুদ্র সৈকতে গোসল করতে নেমে পানিতে ভেসে গিয়ে এক কিশোর নিখোঁজ রয়েছে।
বুধবার সকাল সাড়ে ৯টার দিকে ইনানীর হোটেল রয়েল টিউলিপের সামনের সৈকতে গোসলে নেমে সে নিখোঁজ হয়
। তাৎক্ষণিকভাবে নিখোঁজ পর্যটকের পরিচয় জানা যায়নি। তবে তার বয়স ১৭ থেকে ১৮ বছর হবে বলে জানান ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার জোনের অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল করিম।
রেজাউল করিম বলেন, ‘কিছুক্ষণ আগে খবর আসে ইনানী সৈকতে গোসল করতে নেমে এক পর্যটক ভেসে গেছে। আমরা উদ্ধারের জন্য চেষ্টা চালাচ্ছি। এখন পর্যন্ত হোটেল কর্তৃপক্ষ নিখোঁজ পর্যটকের বিস্তারিত তথ্য দেয়নি। উদ্ধার তৎপরতার জন্য লাইফগার্ড ও বীচ কর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছেন।’