উখিয়ায় বনবিভাগের অভিযানে ৪ স’মিল উচ্ছেদ, ডাম্পার জব্দ

উখিয়া প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ায় পৃথক অভিযানে বিপুল পরিমাণ কাঠসহ অবৈধ ৪টি করাত কল ও পাহাড়ের মাটিভর্তি একটি ডাম্পার গাড়ি জব্দ করেছে প্রশাসন ও বন বিভাগ৷

 

বুধবার (১০ মে) সকালে উখিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট সালেহ আহমেদের নেতৃত্বে রেঞ্জ কর্মকতা গাজী শফিউল আলম সহ উখিয়া রাজাপালং মাদ্রাসা সংলগ্ন এলাকা থেকে ২টি সহ মোট ৪টি অবৈধ করাত কল ও বিপুল পরিমাণ কাঠ জব্দ করা হয়েছে। এর আগে ভোর ৫ টায় থাইংখালী সড়কে বটতলি নামক এলাকা থেকে বালুখালি বাজারের সভাপতি মো. আলমগীরের পাহাড়ের মাটিভর্তি ১টি ডাম্পার গাড়ী জব্দ করা হয়েছে।

 

অভিযানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রাকিব হোসেন রাজু, সাজ্জাদুজ জামান, বিকাশ ও উখিয়া থানা পুলিশ’সহ আরও অনেকেই।

 

এ বিষয়ে উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম বলেন, জব্দকৃত মালামাল ও জড়িতদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হবে। আগামীতেও অভিযান অব্যাহত থাকবে।

 

উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসাইন সজীব জানান, উপজেলা প্রসাশনের নেতৃত্বে বন বিভাগের কর্মকর্তা ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৪ অবৈধ সমিল উচ্ছেদ করা হয়েছে৷

ক্যালেন্ডার
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
Scroll to Top