উখিয়ায় ‘ইজিপিপি প্রকল্প’ পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা মহাপরিচালক

উখিয়ায় 'ইজিপিপি প্রকল্প' পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা মহাপরিচালক।
CPLUSTV
CTG NEWS
CPLUSTV
শেয়ার করুন

উখিয়া প্রতিনিধি: রোহিঙ্গাদের কারণে চ্যালেঞ্জের মুখে পড়া স্থানীয় জনগোষ্ঠীর অর্থনীতি সচল রাখার পাশাপাশি কর্মস্থান তৈরিতে ভূমিকা রাখছে সরকারের অতিদরিদ্রের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) প্রকল্প।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) সকালে কক্সবাজারের উখিয়ার রাজাপালং ইউপির কুতুপালং গ্রামে ইজিপিপি প্রকল্প  পরিদর্শন কালে একথা বলেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ মিজানুর রহমান।

এসময় তিনি আরো বলেন, ইজিপিপির মাধ্যমে গ্রামীণ অবকাঠামোকে শক্তিশালী করার লক্ষ্যে মাঠ পর্যায়ের কর্মযজ্ঞের মান নিশ্চিতে কাজ করছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর।

পরিদর্শনকালে তিনি উপকারভোগীদের সাথে মতবিনিময় করেন। স্থানীয়দের দাবী, গ্রামীণ অর্থনীতি উন্নয়নে উপযোগী প্রকল্পটির রাস্তাগুলো আরআরসি করণ করার।

এসময় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উপ-প্রকল্প পরিচালক মোহাম্মদ আওলাদ হোসেন, উপ-প্রকল্প পরিচালক মোহাম্মদ ইসমাইল হোসেন, কক্সবাজার জেলা ত্রাণ ও পুর্নবাসন কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম, উখিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আল মামুন, রাজাপালং ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন ও সালাহউদ্দিন সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।