ঈদে ৬ দিন ফেরিতে ট্রাক পারাপার বন্ধ

সিপ্লাস ডেস্ক: ঈদুল ফিতর ঘিরে ছয় দিন ফেরি দিয়ে পচনশীল পণ্যবাহী ট্রাক ছাড়া সাধারণ ট্রাক ও কভার্ডভ্যান পারাপার বন্ধ থাকবে বলে জানিয়েছেন নৌপরিবহণ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার সচিবালয়ে এক সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন,প্রতি বছরের মতো এবারো ঈদের যাত্রীসেবা নিয়ে আমরা বৈঠক করেছি। ঈদের সম্ভাব্য তিন দিন পচনশীল পণ্যবাহী ট্রাক ছাড়া ফেরি দিয়ে সাধারণ ট্রাক ও কভার্ডভ্যান চলাচল বন্ধ থাকবে।
ঈদের সম্ভাব্য তারিখ ২২ এপ্রিল। যদি সেটা হয়, আমরা ১৭ এপ্রিল থেকে ঈদের আগের তিন দিন ও পরের তিন দিন ফেরিতে পচনশীল পণ্যবাহী ট্রাক ছাড়া ফেরি দিয়ে সাধারণ ট্রাক ও কভার্ডভ্যান চলাচল বন্ধ রাখব।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ঈদের সময়ে লঞ্চে বাড়তি ভাড়া নেওয়ার যে অভিযোগ উঠেছে তা সঠিক নয়। লঞ্চের ভাড়া নির্ধারণ করা আছে। ঈদের সময় লঞ্চে সেই নির্ধারিত ভাড়া নেওয়া হয়।

প্রতিমন্ত্রী বলেন, পদ্মা সেতুতে যেহেতু কোনো মোটরসাইকেল চলবে না, সে কারণে আমরা শিমুলিয়ায় বিকল্প ব্যবস্থা করা যায় কিনা দেখছি। বিআইডব্লিউটিএ ও বিআইডব্লিউটিসি মোটরবাইক পারাপারের ব্যবস্থা নেবে।

ক্যালেন্ডার
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
Scroll to Top